আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুলাই, ২০১৯

ব্রিটিশ তেল ট্যাংকার আটকে রাশিয়ার হাত নেই

ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার আটকের ঘটনায় রাশিয়ার হাত ছিল বলে একটি ব্রিটিশ দৈনিক যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের নীতি-নির্ধারণী কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সি পুশকভ ব্রিটিশ পত্রিকার ওই দাবি প্রত্যাখ্যান করেন।

তিনি গত রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ব্রিটিশরা এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এ রকম অভিযোগ করেছে। কিছুদিন আগে কার্চ প্রণালিতে রাশিয়া যখন দেশটির পানিসীমায় ঢুকে পড়া ইউক্রেনের জাহাজ আটক করে তখনো লন্ডন একই ধরনের দাবি করে। ব্রিটিশ সরকার তখন রাশিয়ার ওই পদক্ষেপ বিদ্বেষী পদক্ষেপ বলে অভিহিত করে; অথচ ওই ঘটনা ঘটেছিল ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেতরো পোরোশেঙ্কোর উসকানিতে।

পুশকভ আরো বলেন, এখন আবার ব্রিটিশরা ইরানের হাতে তাদের তেল ট্যাংকার আটকের ঘটনায় রাশিয়াকে জড়ানোর চেষ্টা করছে। মনে হচ্ছে, ব্রিটেনে ভুয়া খবর তৈরি করা লোকজন কখনো ছুটি কাটায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close