আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০১৯

আড়াই ফুট বরফের তলায় গোটা শহর

প্রায় আড়াই ফুট বরফের তলায় একটা গোটা শহর। বিমানবন্দরও রয়েছে প্রায় সাত ইঞ্চি বরফের নিচে। ইয়োলোস্টোন নদীর ধারে আমেরিকার মন্টানার বিলিংস শহরে তাপমাত্রা নামছে হু হু করে। গত এক সপ্তাহ ধরে হিমাঙ্কের চেয়ে ৩০ ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা। গত শুক্রবার থেকে শনিবার, ২৪ ঘণ্টায় বরফ পড়েছে প্রায় ১৭ ইঞ্চি। বিমানবন্দর এলাকায় সকাল ৯টা নাগাদ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচল কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে প্রায় রোজই। গত এক সপ্তাহ ধরে প্রতি ঘণ্টায় গড়ে এক ইঞ্চি করে বরফ পড়েছে এই শহরে। বরফ পড়ার রেকর্ড হয়েছে চলতি বছর। একইসঙ্গে শুরু হয়েছে তুষার ঝড়। তবে বৃষ্টি শুরু হয়েও ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই তা জমে বরফ হয়ে গিয়েছে। গতকাল রোববার তুষারপাতের পরিমাণ আরো বাড়তে পারে, জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি হচ্ছে ওকলাহোমাতেও। বৃষ্টির সঙ্গে তুষারপাত শুরু হয়েছে ওকলাহোমা শহরেও। ওকলাহোমার বেশ কয়েকটি জায়গায় রাস্তাঘাট একেবারে শুনশান।

ওকলাহামা শহরের একটি রাস্তায় তুষারঝড?ের ফলে যান চলাচলে সমস্যাও হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় গাছগুলিও একেবারে বরফে মোঙা।

ওকলাহোমা শহরে তুষারপাতের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হিমাঙ্কের অনেকটাই নীচে থাকছে তাপমাত্রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close