আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মার্চ, ২০১৮

স্বাধীন তিব্বতের দাবিতে জেনেভায় মিছিল

৫৯তম তিব্বতি জাতীয় দিবসে স্বাধীন তিব্বতের দাবি উঠল জেনেভায়। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল পর্যন্ত মিছিল করলেন সারা ইউরোপের পাঁচ হাজারের বেশি প্রবাসী তিব্বতি। মিছিলে স্বাধীন তিব্বতের দাবি এবং চীনা সেনাবাহিনীর হাতে তিব্বতিদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানো হয়। সুইজারল্যান্ডের তিব্বতি সম্প্রদায়ের সহসভাপতি পেমা শেরিং লাহনিং বললেন, ১৯৫৯ সালে এই দিনেই স্বাধীন তিব্বতের দাবি উঠেছিল। সেই দিনটি এবার ইউরোপজুড়ে স্মরণ করা হচ্ছে। তিব্বতের পরিস্থিতি খুব খারাপ। সেখানে কোনো ধর্মীয় স্বাধীনতা নেই। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সে জন্যই তারা রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছেন। সুইশ টিবেটান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি টমাস বুশলি বললেন, তিব্বতের পরিস্থিতি দেখতে তারা রাষ্ট্রপুঞ্জকে সেখানে বিশেষ প্রতিনিধিদল পাঠাতে আবেদন করবেন। কারণ চীন তিব্বতে বিশেষ প্রতিনিধিদলকে আগেই আহ্বান জানিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist