আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ইসরায়েলকে ইরানের পাল্টা হুশিয়ারি

ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো অশুভ তৎপরতায় লিপ্ত হলে ইরানও তার সমুচিত জবাব দেবে। মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের দিনও ফুরিয়ে গেছে। সিরীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলি এফ-১৬ জঙ্গিবিমানের ভূপাতিত হওয়ার ঘটনা সেটাই প্রমাণ করে। এই বক্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় ইসরায়েলের ধৈর্যের পরীক্ষা না নিতে ইরানের নেতাদের হুশিয়ার করে দিয়ে উসকানিমূলক বক্তব্য রাখেন।

নেতানিয়াহু তখন বলেন, ইরানের হয়ে যারা সিরিয়ায় যুদ্ধ করছে ইসরায়েল শুধু তাদের বিরুদ্ধেই নয়, প্রয়োজনে ইরানের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। নেতানিয়াহুর এই হুমকির জবাব দিতে গিয়েই জাভেদ জারিফ ইসরায়েলকে পাল্টা হুশিয়ারি দেন। জাভেদ জারিফ রোববার বিবিসিকে দেয়া এক Í সাক্ষাৎকারে আরও বলেন, সিরিয়া নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরায়েলি বিমান ভূপাতিত করে নিজেদের সক্ষমতা দেখিয়েছে। এর মানে ইসরায়েলের প্রতি জবাবটা হচ্ছে ‘সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করতে যেও না।’

‘সিরীয় বাহিনী টানা ৩০ বছর পর এই প্রথম কোনো ইসরায়েলি হানাদার জঙ্গিবিমান ভূপাতিত করতে সমর্থ হলো’ উল্লেখ করে জাভেজ বলেন, বহু দশক ধরে ‘ইসরায়েল অজেয়’ বলে যে মিথ প্রচলিত আছে, সিরিয়া সে মিথ ভেঙে দিল। প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি সিরিয়ার গোপন ঘাঁটি থেকে ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইরানি ড্রোনকে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দেয় বলে দাবি করেছে তেল আবিব। এরপর ইসরায়েলি জঙ্গি বিমানগুলো সিরীয় ও ইরানি লক্ষ্যবস্তুর ওপর একের পর এক হামলা চালায়। এ সময় রাশিয়ার তৈরি সিরীয় এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের একটি এফ-১৬ জঙ্গি বিমানকে ভূপাতিত করে। এ ঘটনায় ইরান ও সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সামরিক উত্তেজনা ও বাদানুবাদ তুঙ্গে। ‘প্রয়োজনে আমরাও ব্যবস্থা নেব’ উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে লাগতে এলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist