ডা. মহসীন কবির

  ১২ মার্চ, ২০১৯

গরমে চাই শিশুর বাড়তি যতন

কয়েক দিন ধরে চলছে ভ্যাপসা গরম। এ গরমে জনজীবন দুর্বিষহ। বড়রা প্রাকৃতিক এ নিয়মকে খাপ খাইয়ে নিতে পারলেও দুর্ভোগে পড়ে শিশুরা। তাই এ সময় শিশুদের জন্য চাই একটু বাড়টি স্বাস্থ্য সতর্কতা। আসুন জেনে নিই এই গরমে শিশুদের সুস্থ রাখতে আমরা কী করবÑ

১. শিশুদের একটু পর পর পানি পান করাতে হবে।

২. ডাবের পানি, স্যালাইন ও বাসায় তৈরি ফ্রেশ ফলের জুস খাওয়াতে পারেন।

৩. শিশুর পোশাক নির্বাচনে সতর্ক হন। সুতি বা পাতলা কাপড়ের পোশাক নির্বাচন করুন।

৪. শিশুর শরীর ঘেমে গেলে তা বারবার মুছে দিতে হবে। নইলে শিশু সর্দি-ঠান্ডায় আক্রান্ত হতে পারে।

৫. গরমে শিশুর ত্বকে যেন ঘামাচি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। এ জন্য গোসলের পর এবং ঘুমাতে যাওয়ার আগে পাউডার লাগিয়ে দিন।

৬. শিশুকে সরাসরি ফ্যান কিংবা এসির কাছে শোয়াবেন না।

৭. বদ্ধ ঘরে শিশুকে রাখা যাবে না। যে ঘরটিতে শিশু থাকবে সেখানে পর্যাপ্ত আলো-বাতাস আছে কিনা তা খেয়াল রাখতে হবে।

৮. গরমে শিশুকে বাইরের খাবার খেতে দেয়া ঠিক নয়। এতে পেটের অসুখসহ বমি হতে পারে। তাই ঘরে তৈরি খাবার খাওয়াতে হবে।

৯. গরমের সময় মশা, মাছি, পিঁপড়ে অথবা বিভিন্ন পোকামাকড়ের প্রকোপ বেড়ে যায়, যা আপনার শিশুর অসুস্থতার কারণ হতে পারে। তাই ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পোকামাকড়মুক্ত রাখুন।

১০. এ সময় শিশুকে ভিটামিন সি-যুক্ত ফলমূল বেশি করে খেতে দিন।

১১. গরমে শিশু অসুস্থ হয়ে পড়লে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ খাওয়ান।

লেখক :

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, লেখক ও গবেষক

ইনচার্জ, ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিন

বাংলাদেশ প্রবীণহিতৈষী সংঘ, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close