চাকরি ডেস্ক

  ২৬ জুন, ২০২০

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে নিয়োগ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চে (নিয়েনার) প্রভাষক (নার্সিং) ও কমিউনিটি নার্সিং স্পেশালিস্ট নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: প্রভাষক (নার্সিং)

পদসংখ্যা:

১. অ্যাডাল্ট অ্যান্ড এলডারলি হেলথ নার্সিং ২টি

২. উইমেন্স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং ২টি

৩. চাইল্ড হেলথ নার্সিং ২টি

৪. কমিউনিটি হেলথ নার্সিং ২টি

৫. মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং ২টি

৬. নার্সিং ম্যানেজমেন্ট ২টি

পদের নাম: কমিউনিটি নার্সিং স্পেশালিস্ট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: সিনিয়র স্টাফ/স্টাফ নার্স পদগুলোতে আবেদন করতে পারবেন। অ্যাডাল্ট অ্যান্ড এলডারলি হেলথ নার্সিং/ উইমেন্স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং/চাইল্ড হেলথ নার্সিং/কমিউনিটি হেলথ নার্সিং/মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং/নার্সিং ম্যানেজমেন্ট/কমিউনিটি নার্সিং স্পেশালিস্ট বিষয়ে মাস্টার্স/এমএসসি ডিগ্রি থাকতে হবে।

সরকারি চাকরিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় অথবা আন্তর্জাতিক জার্নালে মুখ্য গবেষক হিসেবে ১টি প্রকাশনা থাকতে হবে।

বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২০।

সূত্র : যুগান্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close