বিনোদন প্রতিবেদক

  ০৪ জুলাই, ২০২০

শুটিং অভিজ্ঞতা নিয়ে নাখোশ অমিতাভ রেজা

‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা। প্রতিভাবান এই নির্মাতা দুই দশকের ক্যারিয়ারে বিজ্ঞাপন, টিভি নাটক, সিনেমা, ওয়েব সিরিজসহ প্রায় সব ক্ষেত্রেই তার গুণের ছাপ রেখেছেন। করোনাকালে অন্য সবার মতো অমিতাভ রেজাও শুটিং বন্ধ রেখেছিলেন। ঘরে শুয়ে-বসে সময় কাটিয়েছেন। যদিও মাঝে ঘরবন্দি অবস্থায় শুটিং করেছেন বিশেষ আয়নাবাজির।

ঈদের পর থেকে নির্মাতারা একে একে কাজে ফিরছেন। তিনি নিজেও ফিরেছেন বিজ্ঞাপন নিয়ে। ১ জুলাই হরলিক্সের একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। কিন্তু তিনি সবকিছু নিয়ে বিরক্ত। কিন্তু কেন? এ প্রসঙ্গ অমিতাভ রেজা বলেন, ‘আমি নাখোশ নিউ নরমাল শুটিং অভিজ্ঞতা নিয়ে। এভাবে আসলে কাজ করা মুশকিল। এক বিন্দু মজা পাইনি শুটিং করে। কী একটা রবোটিক অবস্থা।’

তাহলে কেন শুটিং করছেন? ‘আসলে আমি আরো ছয় মাস বসে বসে খেতে পারতাম। কিন্তু আমার প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউনের কর্মীদের বেতন দিতে পারতাম না। জমানো টাকাও শেষ। হয়তো অনেককেই ছাঁটাই করতে হতো। কিন্তু সেটা তো সমাধান নয়। তাই কষ্ট ভুলে শুটিংয়ে আসলাম’Ñ বলেন এই নির্মাতা।

অমিতাভ রেজা নির্মিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ বর্তমানে মুক্তির অপেক্ষায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close