বিনোদন প্রতিবেদক

  ২১ মে, ২০২০

নজরুলের গানে এক পরিবারের তিন সদস্য

উপমহাদেশের প্রখ্যাত নজরুল ও উচ্চাঙ্গ সংগীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের সুযোগ্য দুই উত্তরসূরি এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও ইমতিয়াজ আহমেদ খান। বাবার কাছেই দুজন তালিম নিয়ে নিজেদের শুদ্ধ সুরের সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন এখনো। ছোট ভাই ইমতিয়াজকে নিয়ে সবসময়ই স্বপ্ন দেখতেন বড় ভাই ইউসুফ। তার একটি অন্যরকম অভিষেকের স্বপ্নই ছিল ইউসুফের। যেভাবে ভাবনা এগিয়ে যাচ্ছিল, ঠিক যেন তাই হলো। নজরুল সংগীতের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গান মোর প্রিয়া হবে এসো রানী’ গানটির একটি বিশেষ পরিবেশনা নিয়েই বর্ণাঢ্য অভিষেক হতে যাচ্ছে ইমতিয়াজের। এই পরিবেশনায় ইমতিয়াজের প্রথমবার কণ্ঠ দেবার পাশাপাশি তার অভিজ্ঞতার পালকে যুক্ত হয়েছে তারই বাবা ওস্তাদ ইয়াকুব আলী খানের সঙ্গে একই আয়োজনে গাইবার এবং গানের শেষদিকে যুক্ত হয়েছেন বড় ভাই ইউসুফও। সেদিক থেকে বলা যায়, নজরুল সংগীতের ইতিহাসে একই পরিবারের দুই প্রজন্মের তিন সদস্যের মিলনে এ রকম পরিবেশনা উপমহাদেশে এই প্রথম। এই আয়োজনটি প্রযোজনা ও পরিচালনা করেছে টিম সাউন্ডহ্যাকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীফ সুমন গুড্ডির।

নিজের ছোট ছেলের এমন বর্ণাঢ্য অভিষেক প্রসঙ্গে ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, ‘বড় ছেলেকে যেভাবে আমি গানে নিয়ে এসেছি, ঠিক তেমনিভাবে এবার ছোট ছেলেরও এই জগতে অভিষেক হতে যাচ্ছে, তালিমের শেষ নেই, তার সামনে জীবন পড়ে রয়েছে, তালিম ধরে রাখলে অবশ্যই ভালো করবে বলে আমার বিশ্বাস। কাজী নজরুল যে কতটা আধুনিক ছিলেন যা তার কাজেই প্রকাশ পায়, তারুণ্য তার কাছে আজন্ম প্রশ্রয় এবং অনুপ্রেরণা পেয়েছে। নিজেরা যতই আধুনিকতার কথা বলি না কেন, গানে বা সাহিত্য চর্চায় আমরা বড়রা অনেক ক্ষেত্রেই নতুনতর আধুনিক আয়োজন বা তাদের প্রচেষ্টার সাধুবাদ জানাতে পারি না, আমি মনে করি সাউন্ডহ্যাকার খুব যতেœর সঙ্গে অসাধারণ কাজ করেছে। তাদের আমার আশীর্বাদ জানাই।’ ইমতিয়াজ বলেন, ‘বাবার কাছে উচ্চাঙ্গ এবং নজরুল সংগীতের তালিম নিচ্ছি ছোটবেলা থেকেই, বাবা-মা ভাইয়াকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও দেখেছি, সঙ্গেও গেছি অনেকবার, তাই মনের কোণে ছোট্ট একটা স্বপ্ন ছিলই, কিন্তু সেটা এভাবে পূরণ হবে ভাবিনি, আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞ, সবার কাছে দোয়া চাই যেন বাবা-মার সম্মান রাখতে পারি।’ ইউসুফ বলেন, ‘বন্ধুত্বের এক অনন্য নিদর্শনের সৃষ্টি হলো মোর প্রিয়া হবে দিয়ে সাউন্ডহ্যাকার এবং ওয়াই বিটসের মধ্যে। ইমতিয়াজের এই ঐতিহাসিক অভিষেক যেন সত্যিই অবিস্মরণীয় হয়ে থাকে সেই দোয়াই করছি।’ আগামী ২৪ মে রাতে জাতীয় কবি নজরুলের ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘ওয়াই বিটস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close