বিনোদন প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৮

আইয়ুব বাচ্চুর জন্য কাঁদলেন জেমস

বাংলাদেশের ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চু ও জেমস দুজনেই তুমুল জনপ্রিয়। তাদের দুজনের মধ্যে সম্পর্ক প্রায় ৪০ বছরের। সুখ-দুঃখ, মান-অভিমানের মধ্যেও তারা পরস্পরকে বন্ধু ভাবতেন। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে মারা যান আইয়ুব বাচ্চু। তার মৃত্যু নাড়া দিল জেমসকেও। ওইদিন রাতে বরগুনা জেলা স্টেডিয়ামে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ শীর্ষক ‘উন্নয়ন কনসার্ট’-এ গাইতে মঞ্চে ওঠেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার জেমস। রাত ৯টা ৫০ মিনিটে স্টেজে গাইতে উঠেই জেমস বলেন, আজকে কনসার্ট করার ইচ্ছে ছিল না। কিন্তু উপায় নেই। কনসার্ট উৎসর্গ করা হলো আমাদের সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। এরপর তিনি গান শুরু করার পরেই আইয়ুব বাচ্চুকে মনে করে কান্নায় ভেঙে পড়েন। এরপর ১০ মিনিট সময় নিয়ে স্টেজ থেকে নেমে যান। শেষে স্টেজে উঠে রকস্টার জেমস বলেন, আইয়ুব বাচ্চুর সঙ্গে আমার অনেক স্মৃতি। অনেক আগে বাচ্চু ভাই বলেছিলেন, দ্য শো মাস্ট গো অন। এরপর জেমস একে একে পাঁচটি গান পরিবেশন করে মঞ্চ ত্যাগ করেন। গানগুলো করার সময় তার চোখেমুখে প্রিয় বন্ধু হারানোর ছাপ ভেসে বেড়াচ্ছিল। ওই কনসার্টে জেমস ছাড়াও গান করেন মেহরিন, বাপ্পা মজুমদার ও পুলক। অনুষ্ঠানের শুরুতে বরগুনার স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন, পাশাপাশি নৃত্য পরিবেশন করেন। প্রায় ২০ হাজার দর্শক বরগুনা জেলা স্টেডিয়ামে এই কনসার্ট উপভোগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close