reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০১৯

১শ করতে পারল না রংপুর

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই শত রানের নিচে থামতে হলো রংপুর রাইডার্সকে। শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের খেলা শেষে দলটি থেমেছে ৯৮ রানে।

অবশ্য রংপুরের জন্য ৯৮ রানের এই স্কোরও হওয়া নিয়ে সংশয় ছিল। তবে রবি বোপারার ৪৪ রানের ইনিংসে ভর করে কিছুটা সম্মান বাঁচায় নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

মাত্র ৩৫ রানে সাত উইকেট হারানোর পর রবি বোপারা ও সোহাগ গাজী হাল ধরেন। অষ্টম উইকেটে এই দুজন ৪৯ রান। পরে অবশ্য দুজনই আউট হয়ে যান। বোপারা ৪৪ ও সোহাগ গাজী করেন ২১ রান। এই দুজন ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক ১৪ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। এছাড়া আবু জায়েদ রাহী ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন। বিপিএলের ষষ্ঠ আসর এটি। এই আসরের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৫টা ২০মিনিটে অপর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,রংপুর রাইডার্স,রবি বোপারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close