ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০১৯

সাংবাদিকদের ফখরুল

খালেদার মুক্তি নিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বক্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এমন কিছু করেননি যে, তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি অন্যায় বা কোনো অপরাধ করেননি। নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার ক্ষমতার জোরে তাকে বন্দি করে রেখেছে।

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করছে। রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছে। এ পথ থেকে মুক্তির একটাই পথ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি।

অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি করেন বিএনপি মহাসচিব।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি আবু তাহের দুলাল, দফতর সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর,খালেদা জিয়া,খালেদা জিয়ার মুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close