reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৮

বিকল্পধারায় ভাঙন, বি. চৌধুরী ও মাহী বহিষ্কার

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারীকে সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব করে দলটি ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে।

আজ শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।নতুন সভাপতি নুরুল আমীন বেপারী বলেন, দু-একদিনের মধ্যেই তলবিসভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।

নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এ জন্য আমাদের প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলে। এ ছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলে সেখানে যোগ দেয়নি বিকল্পধারা। এই ঐক্য প্রক্রিয়ার শুরু থেকেই ছিল দলটি। দলটির একটি বৃহৎ অংশ দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি। তাদের ইচ্ছা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা। আর এই দোলাচল থেকেই দলটিতে ভাঙনের ঘটনা ঘটলো।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিকল্পধারা,বিকল্পধারা বাংলাদেশ,ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close