reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০১৯

সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক পক্ষ

ফাইল ছবি

সড়কে ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং দুর্ঘটনা রোধে দেশব্যাপী ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (ট্রাফিক ম্যানেজম্যান্ট) একেএম মোশারফ হোসেন মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ পক্ষ। এ সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাই করা হবে।

উল্লেখ্য, এর আগে সড়কে শৃঙ্খলা আনতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,ট্রাফিক পক্ষ,সড়কে শৃঙ্খলা,ডিএমপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close