reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

মাহে রমজান শুরু হবে ৬ মে

পবিত্র মাহে রমজান শুরু হতে পারে আগামী ৬ মে। সংযুক্ত আরব আমিরাতের আকাশ গবেষণা প্রতিষ্ঠান সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সাইন্স জানায়, ৫ মে শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে শুরু হবে রমজান মাসের রোজা। এ খবর দিয়েছে গালফ নিউজ।

রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাস। আর চাঁদ দেখার মাধ্যমেই বিশ্বের মুসলমান মাসব্যাপী রোজা পালন করেন। এটাই ইসলামের নীতি। সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনিওমি অ্যান্ড স্পেস সাইন্স জানায়, এবার রমজান মাসের শুরুর দিকে মুসলিমউম্মাহ ১৩ ঘণ্টা ১০ মিনিট রোজা পালন করবে, আর শেষদিকে ১৩ ঘণ্টা ৪০ মিনিটে গিয়ে দাঁড়াবে রোজার সময়।

তারা জানায়, ৫ মে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে উদিত হবে রমজান মাসের চাঁদ। ওইদিন দুপুরের পর রমজান মাসের চাঁদ উদিত হলেও সেদিন বিকেলে তা দেখা যাবে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রমজান,সংযুক্ত আরব আমিরাত,পবিত্র মাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close