reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০১৯

যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির বড় জয়

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট-গণনা এখনও চলছে। শুক্রবার শেষ খবর অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। ৬২৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৪৫টি আসন।

অন্যদিকে লেবার পার্টি পেয়েছে ২০১টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৬টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ৯টি আসন।

এদিকে, বুথ ফেরত ফলে দেখা যায়, উত্তর ইংল্যান্ড, মিডল্যান্ড এবং ওয়েলসে সর্বাধিক আসন হারায় লেবার পার্টি। ২০১৬ সালের গণভোটের সময় এ অঞ্চলগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার মতামত দিয়েছিল।

এরইমধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী জনসন ভোটের এই ফলাফলকে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য ‘নতুন শক্তিশালী ম্যান্ডেট’ হিসেবে বর্ণনা করেছেন।

অন্যদিকে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ভোটের এই ফলকে ‘হতাশাজনক’ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি আর পার্টির নেতৃত্বে থাকবেন না।

প্রসঙ্গত, মোট ৬৫০টি আসনের ভোটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬টি আসন।

তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠিত হতে পারে। সেই হিসেবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় কনজারভেটিভ পার্টির জয় নিশ্চিয় হওয়া গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কনজারভেটিভ পার্টি,যুক্তরাজ্য,বরিস জনসন,ব্রেক্সিট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close