reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০১৮

অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরি নির্বাচিত

জার্মানির বর্তমান চ্যান্সেলর ও সিডিইউ দলের প্রধান অ্যাঙ্গেলা মার্কেল অবসরে যাচ্ছেন। তার বদলে এবার জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যানেগরেট ক্রাম্প কারেবর।

নির্বাচনে ৯৯৯ ভোটের মধ্যে অ্যানেগরেট পেয়েছেন ৫১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফ্রেডরিচ মের্জ পেয়েছেন ৪৮২ ভোট। গত শুক্রবার দলের কংগ্রেসে ভোটাভুটিতে তিনি নির্বাচিত হয়েছেন। অ্যানেগরেট দলের প্রধান নির্বাচিত হওয়ার আগপর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা অ্যাঙ্গেলা মার্কেল তার বয়স ৬৪ বছর হয়ে যাওয়ায় তিনি আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন গত অক্টোবরেই। দলে পরিবর্তন হলেও জার্মান চ্যান্সেলর পদে তার এখনো অ্যাঙ্গেলা মার্কেলের তিন বছর মেয়াদ রয়েছে। আগামী তিন বছর তিনি চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত থাকবেন বলে আশা করছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্মানি,অ্যাঙ্গেলা মার্কেল,অ্যানেগরেট,উত্তরসূরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close