reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুন, ২০১৮

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতায় সৌদিতে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে চার নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সৌদি আরবের এক আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সৌদির শীর্ষ ব্যক্তিত্বদের খুন করার ষড়যন্ত্র করছিল। এ খবর দিয়েছে আল জাজিরা।

স্থানীয় গণমাধ্যম আল-এখবারিয়ার বরাত দিয়ে খবরে বলা হয়, ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে চার সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে অপরাধ আদালত। এই সন্ত্রাসীরা ইরানের শিবির থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা (সৌদি আরবের) শীর্ষ ব্যক্তিত্বদের হত্যার পরিকল্পনা করছিল।

সৌদি সরকারসংশ্লিষ্ট গণমাধ্যম অনুসারে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার ব্যক্তি ইরানে একটি পর্যটন কার্যালয়ের মাধ্যমে ইরানে পৌঁছায়। সেখানে তারা ইরানের ইসলামিক রেভুলিউশনারী গার্ড কর্পস থেকে প্রশিক্ষণ নেয়।

পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেয়া দেশগুলোর একটি সৌদি আরব। ২০১৪ সালে থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬০০ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সন্ত্রাসবাদ থেকে শুরু করে ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারসহ নানাবিধ অপরাধে সেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়ে থাকে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদণ্ড,সৌদি আরব,খুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist