reporterঅনলাইন ডেস্ক
  ০৬ অক্টোবর, ২০১৮

৫০০ কোটি রুপির মামলা তনুশ্রীর বিরুদ্ধে

তনুশ্রী দত্তের নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা দাবি করেছেন মহারাষ্ট্র নবনির্মান পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ। এই অভিনেত্রীর বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করছেন তিনি।

জানিয়েছেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে ক্ষমাও চাইতে হবে তাকে। এদিকে তনুশ্রীর পক্ষে দাঁড়িয়েছেন ভারতের ন্যাশনাল কমিউনিটি ফর উইমেন কর্তৃপক্ষ। তারাও তনুশ্রীর হয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন নানাকে।

বলিউডের আবেদনময়ী তারকা তনুশ্রী দত্ত ও প্রবীন অভিনেতা নানা পাটেকর এর অভিযোগ পাল্টা অভিযোগের দ্বন্ধে নতুন পক্ষ যোগ হলো। ‘মি টু’ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আলোচিত এই অভিনেত্রী মুখ খুলেছেন নানা পাটেকরের বিরুদ্ধে, এনেছেন যৌন হেনস্তার অভিযোগ।

আর সেই অভিযোগ জানাতে গিয়ে তনুশ্রী বলেছিলেন ২০০৮ সালে এই ঘটনার পর অভিযোগ করতে চাইলেও মহারাষ্ট্র নবনির্মান পার্টির কর্মীদের কারনে তখন ভয়ে কোন অভিযোগ করেননি। নানা পাটেকর ঐ পার্টির রাজনীতি করেন বলেই ভয় পেয়েছিলেন তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তনুশ্রী,৫০০ কোটি রুপি,মামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close