reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৮

হিমাচলেও নিষিদ্ধ ‘পদ্মাবত’

রাজস্থানের পর এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত হিমাচলেও নিষিদ্ধ ঘোষণা করা হল আলোচিত ও সমালোচিত ‘পদ্মাবত’ ছবিটি। সূত্রের খবর, হিমাচলের নতুন বিজেপি সরকারের ওপর নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ নিষিদ্ধ করতে ক্রমাগত চাপ আসছিল।

সেই চাপেই হিমাচল রাজ্যে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। আগামী ২৫ জানুয়ারি ভারতজুড়ে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এরআগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরও রাজস্থানে ছবির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করেন রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নির্দেশ অনুসারেই করা হয়েছে বলে এক টুইট বার্তায় তিনি জানান।

অন্যদিকে রাজ্যের করণি সেনার তরফ থেকেও দেয়া হয় নয়া হুমকি। তারা বলেন, ‘পদ্মাবত’র মূল চরিত্র পরিবর্তন না করলে রাজস্থানের মতো অন্যান্য রাজ্যেও ছবির মুক্তি আটকে দেয়া হবে। এ লক্ষ্যে ২৭ জানুয়ারি চিতোরগড়ে করণি সেনার সদস্যদের জাময়েতে করার কথা রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মাবত,হিমাচল,ভারত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist