reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০১৭

পাহাড় ধসে মৃত্যুতে গ্রিন ইউনিভার্সিটির শোক

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২২তম সিন্ডিকেট সভা বৃহস্পতিবার (১৫জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে দেড় শতাধিক লোকের প্রাণহানির ঘটনায় গ্রিন ইউনিভার্সিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরে তা সিন্ডিকেট সভায় গৃহীত ও অনুমোদন করা হয়।

সভায় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহিত উল আলম, উপ উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনা. মো. মইনুল ইসলাম (অব.), মো. মমিনুল হক ঢালী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় অন্যান্য বিষয়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মকা-, শিক্ষা পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ক্রমসমৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শোক,পাহাড় ধস,গ্রিন ইউনিভার্সিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist