তহিদুল ইসলাম, জাবি

  ৩১ জুলাই, ২০১৮

জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার বিচার ও রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় এসব দাবিতে বিশ্ববিদ্যালয়ের অমর একুশ’র পাদদেশে ‘চট্টগ্রাম জেলা সমিতি’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির সদস্যরা ছাড়া অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনা করতে আসি আমরা। কেউ কেউ জীবিকার তাগিদে আসে। দিনশেষে সবাই নিরাপদে মায়ের কোলে ফিরতে চায়। এই নিরাপত্তাটুকু দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।’

শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ‘শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ও সাইদুর রহমানের সঙ্গে যা হয়েছে তা হত্যাকান্ড। এই হত্যাকান্ডের বিচার রাষ্ট্রকেই করতে হবে।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist