সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৪
সিংগাইরে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
মানিকগঞ্জের সিংগাইরে গরীব, এতিম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে আলহাজ্ব এম.এ সাত্তার খান ফাউন্ডেশনের উদ্যেগে প্রতিষ্ঠানের পক্ষে বলধারা ইউনিয়নের রামকান্তপুর, নবগ্রাম, বাঙ্গালা ও খোলাপাড়া গ্রামের ২০টি পরিবারের মাঝে ছাগল তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড.মোস্তাফিজুর রহমান বিশ্বাস মিলন।
এসময় উপস্থিত ছিলেন মো.তাহের আলী, মো.ফরশেদ আলম কোম্পানি, আজিজ দেওয়ানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, করোনাকালীন থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচ শতাধিক ছাগল বিতরণ করা হয়েছে। এ ফাউন্ডেশনের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন