বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ২শ’ কেজি ইলিশ জব্দ
বরিশালের বাবুগঞ্জে একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে ২শ’ কেজি ইলিশ জব্দ করেছে প্রশাসন। এ সময় একজনকে জরিমানা করা হয়েছে। জব্দ ইলিশ গুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
আজ রবিবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ কার্যলয় সামনে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন হিজলা, মুলাদী, বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর। পরে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঢাকাগামী খান পরিবহনের সুপারভাইজার মোঃ রাজু আহম্মেদকে ৫ হাজার জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন জানান- গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে ২০০ কেজি ইলিশ জব্দ করেন। যার বাজার মূল্যে প্রায় ১ লাখ টাকা। এ সময় পরিবহনের সুপার ভাইজারকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ কৃত মাছগুলো ১৪টি এতিমখানা ও উপস্থিত অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার,বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনার মাধ্যমে ৫ লাখ টাকা মূল্যের ৩৯ লাখ মিটার জাল জব্দ করে পুরিয়ে ফেলা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে অর্থদন্ড করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকে সহায়ত করেন এয়ারপোর্ট থানার একটি টিম।