কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০২৪

রেদোয়ান পেল নতুন ঘর পরিবারে ফুটল হাসি

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুর কালীগঞ্জে দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘের সহায়তায় নতুন একটি ঘর পেলেন মো. রেদোয়ান বাড়ারি (৩২)। তার বাড়ি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণবাগ গ্রামে। অভাব অনটনের সংসারে তিন বেলা স্ত্রী-সন্তানের মুখে খাবার দেওয়া যেখানে দুঃসাধ্য ব্যাপার। সেখানে নতুন একটি ঘর দেওয়া ছিল তার কাছে কল্পনার মত বলে জানান তিনি।

রেদোয়ান বাড়ারি জানান, স্থানীয়ভাবে তিনি রাজ যোগালির কাজ করেন। আয় যা হয় তা দিয়ে কোন মত চলে চার সদস্য বিশিষ্ট সংসার। এরমধ্যে ঘরে রয়েছে বৃদ্ধ মা ও দুই বছরের একটি কন্যা সন্তান। পরিবারের সবার সকল চাহিদা মেটানো কোনভাবেই সম্ভব হয়ে ওঠেনি তার। মরহুম বাবা আলী নেওয়াজ বাড়ারির পুরনো একটি ঘর ছিল। উত্তারাধীকার সূত্রে সেই ঘরেই বৃদ্ধ মা, স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। অনেক পুরনো ঘরটির অবস্থা ছিল খুবই করুণ। একটু বৃষ্টি হলেই পড়তো পানি।

রেদোয়ান আরো জানান, এখন নতুন ঘরে থাকেন তিনি। তার পরিবারে এই স্বপ্নের বাস্তবায়ন করেছেন দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ। তারা ৮৮ হাজার টাকা খরচ করে একটি টিনশেড মেঝে পাকা ঘর তৈরি করে দেয়। তাদের দেওয়া নতুন ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী ও কন্যা সন্তানের মুখে রাজ্যের হাসি ফুটেছে। তার পরিবার তাদের কাছে কৃতজ্ঞ।

আরো জানা গেছে, শুধু নতুন ঘর পাওয়া রেদোয়ানই দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একই গ্রামের চিকিৎসা সেবা পাওয়া আব্দুল মালেক, হালিমা খাতুন, আসাদুল্লাহ, রমিজউদ্দিন, শামীম, মেয়ের বিয়ের জন্য সহযোগিতা পাওয়া রমেশ ও টিউবওয়েল পাওয় বাসন্তি রানী। টিউবওয়েল পাওয়া বাসন্তি রানী বলেন, আগের অনেক দূর থেকে অন্যের বাড়ি গিয়ে সুপেয় পানি আনতে হতো। দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আমি একটি গভীর নলকূপ পেয়েছি।

দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংষের কার্যকরী সদস্য লোকমান চৌধুরী জানান, দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ দক্ষিণবাগ গ্রামের প্রবাসী এবং ওই গ্রামের তরুণ সদস্যদের দ্বারা পরিচালিত হয়। এটি একটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক সমাজ সেবামূক স্বেচ্ছাসেবী সামাজিত সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণবাগ গ্রামের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী, শারীরিকভাবে অসুস্থ অস্বচ্ছল, দরিদ্র কন্যা দায়গ্রস্থ বাবা ও সুপেয় পানির জন্য, গরীব ছিন্নমূল মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করে থাকে।

সংগঠনের আরেক সদস্য প্রবাসী আলমগীর বাড়ারি জানান, এই পর্যন্ত সংগঠনটির মাধ্যমে অনেক দরিদ্র-অসহায় মানুষ উপকারভোগী হয়েছেন। সংগঠনটি দক্ষিণবাগ গ্রামের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী, শারীরিকভাবে অসুস্থ অস্বচ্ছল, দরিদ্র কন্যা দায়গ্রস্থ বাবা ও সুপেয় পানির জন্য, গরীব ছিন্নমূল মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করে থাকে।

আরেক সদস্য প্রবাসী শরীফ চৌধুরী জানান, চলতি বছরের ১ জুন থেকে প্রতিষ্ঠিত সংগঠনটি গেল সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। দক্ষিণবাগ গ্রামের প্রবাসী ও স্থানীয় গ্রামবাসী ঐক্য ও পারস্পরিক সুসম্পর্ক ও মতামতের ভিত্তিতে সকল কাজ বাস্তবায়িত হয়। সংগঠনটি দক্ষিণবাগ গ্রামের অস্বচ্ছল মানুষদের কল্যাণে আর্থিক সহোযোগিতায় কাজ করে থাকে। এখানে ওই গ্রামের স্বেচ্ছাসেবীদের দ্বারা ভলান্টিয়ারি সার্ভিসের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করা হয়।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, আমাদের সমাজে অনেক অস্বচ্ছল মানুষগুলোর খবর সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর তো রাখে। পাশাপাশি শুনে ভাল লাগলো দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ স্থানীয় অস্বচ্ছল মানুদের জন্য কাজ করছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,প্রবাসী যুব উন্নয়ন সংঘ,নতুন ঘর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close