গাজীপুর প্রতিনিধি

  ০৭ মে, ২০২৪

আনহুই একাডেমি প্রতিনিধিদলের বারি পরিদর্শন

ছবি : প্রতিদিনের সংবাদ

চায়নার আনহুই একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সের প্রতিনিধিদল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

বারির সম্পাদক ও প্রটোকল অফিসার মো. হাসান হাফিজুর রহমান বলেন, প্রতিনিধিদলটি বারিতে পৌঁছলে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে মহাপরিচালকের সভাকক্ষে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারির ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কমকর্তা ড. মো. শওকত আলী খান। এ সময় বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধিদল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close