হবিগঞ্জ প্রতিনিধি

  ০৭ মে, ২০২৪

হবিগঞ্জে ৫ চা বাগানের কর্মচারীদের অবস্থান

চুনারুঘাটের দেউন্দি চা বাগানে ৭ মাসের বকেয়া বেতন, ভাতা ও গ্রান্টেড বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: প্রতিদিনের সংবাদ

হবিগঞ্জের দেউন্দি, রঘুনন্দন, গেলানীয়াসহ ৫টি চা বাগানের কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতন, ভাতা ও গ্রান্টেড বোনাস পরিশোধের দাবিতে অবস্থান ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে চুনারুঘাটের দেউন্দি চা বাগানে বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশন এর আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

সংগঠনের আঞ্চলিক সভাপতি ডা. সুনীল বিশ্বাস এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ৭ মাসের বেতন, ভাতা ও গ্রান্টেড বোনাসের দেড় কোটি টাকা পরিশোধ করছে না মালিকপক্ষ। এতে চা শ্রমিকদের সন্তানদের লেখাপড়া, দোকান বাকি পরিশোধ, ওষুধ ক্রয়সহ কিছুই করতে পারছেন না তারা। বকেয়া টাকা পরিশোধ না করায় অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন। এ নিয়ে আগামী রবিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এতে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close