reporterঅনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল, ২০২৪

চৌমুহনীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি : সংগৃহীত

নোয়াখালীর বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বড় মসজিদের বাদামতলা সড়কের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেনবাগ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সোনাইমুড়ী ও মাইজদীসহ ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

চৌমুহনী বাজারের ব্যবসায়ী ফাইয়াজ উদ্দিন ইফতি বলেন, বড় মসজিদের পাশে স্বর্ণকার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এক ঘণ্টার বেশি সময় হলেও ফায়ার সার্ভিস এখনো আগুন নেভাতে পারেনি। আগুনে কম হলেও শতাধিক দোকান পুড়ে গেছে। প্রতিবছর একই সময় কেন আগুন লাগে চৌমুহনীতে বাজারে এ বিষয়টা সবার দেখা দরকার এবং বিশেষ করে আমাদের চৌমুহনী ফায়ার সার্ভিসকে ভালোভাবে ট্রেনিং দেওয়া দরকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগুন,চৌমুহনী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close