চট্টগ্রাম ব্যুরো

  ২১ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ভারতীয়সহ দুজনের মৃত্যু 

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় একজন ভারতীয় নাগরিকসহ দু’জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে কাজের সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে ক্রুনাল কুমার গজানন্দ (৩৫) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্রুনাাল কুমার গজানন্দ ভারতের গুজরাটের বাসিন্দা। তিনি ট্রাইস্টার ডুগন নামের জাহাজে কর্মরত ছিলেন।

বন্দর সূত্রে জানা যায়, পতেঙ্গা থানাধীন আলফা বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করা ছিল। জাহাজে কাজ করার সময় ক্রুনার কুমার অসাবধানতাবশত পড়ে যান। জাহাজের ওপর থেকে ডেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম আশেক বলেন, ওই ভারতীয় নাগরিকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে অপর দুর্ঘটনায় নগরীর আন্দরকিল্লা রাজাপুকুর লেন এলাকার একটি নতুন ভবনে রং করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মো. জাহাঙ্গীর (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ভবনের রং করার সময় তিনতলা ভবনের উপর থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close