কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১৫ এপ্রিল, ২০২৪

কালিয়াকৈরে অভিযোগ

রাস্তায় বাঁশের বেড়া, অবরুদ্ধ পাঁচ পরিবার

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে জমিসংক্রান্ত বিরোধের জেরে রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় চার দিন যাবত অবরুদ্ধ রয়েছেন একই গ্রামের পাঁচ পরিবার। শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় অবরুদ্ধ আছেন তারা।

এ ঘটনায় আব্দুস সালাম নামের এক বাসিন্দা শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় জমিসংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী আনোয়ার ও আফাজ উদ্দিন ৪০ বছরের চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেন। ফলে বন্ধ হয়ে যায় দীর্ঘদিনের চলাচলের এই রাস্তাটি। রাস্তা বন্ধ করে দেওয়ার পর থেকে ওই গ্রামের সিদ্দিকুর রহমান, ছালাম, সফিকসহ পাঁচ পরিবার অবরুদ্ধ রয়েছেন। এ ঘটনা শনিবার সালাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন।

অভিযুক্ত আনোয়ার মিয়ার স্ত্রী রুমা আক্তার জানান, তাদের জমির ওপর দিয়ে রাস্তা গেছে। তাই রাস্তায় বেড়া দিয়েছেন।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই সামিয়া রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,কালিয়াকৈর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close