ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৪ মার্চ, ২০২৪

ধোবাউড়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল দোকানির

ছবি: প্রতীকী

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চোরাইপথে ভারতীয় চিনি পাচারকালে বন্য হাতির আক্রমণে আইনুল হক (৪৫) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আইনুল হক উপজেলার জিগাতলা গ্রামের বাসিন্দা। তিনি একজন মুদি দোকানি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, শুক্রবার গভীর রাতে ভূইয়াপাড়া সীমান্তে কয়েকজন মিলে ভারতীয় চিনি পাচার করছিলেন। এসময় হাতির সামনে পড়ে যায় তারা। বাকিরা দৌড়ে পালালেও আইনুল পালাতে পারেনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিয়ে আসে।

গতকাল শনিবার সকালে নিহত ব্যক্তির খোঁজখবর নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। এছাড়া, নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন।

এদিকে নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন এমপি মাহমুদুল হক সায়েম। এ সময় তিনি আর্থিক অনুদানের ঘোষণা দেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়নসিংহ,ধোবাউড়া,হাতি,আক্রমণ,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close