বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ২১ মার্চ, ২০২৪

বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

ছবি: প্রতীকি

নওগাঁর বদলগাছীতে টাকা নিয়ে দ্বন্দ্বে ছেলে নাসিমের (২০) লাঠির আঘাতে বাবা নূর ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার জালালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরেই ছেলে নাসিম পলাতক আছেন।

নিহত নূর ইসলাম উপজেলার পাহাড়পুর ইউপির আজাহার আলীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল থেকেই বাবা ছেলে টাকা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিকেলে নাসিম বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নূর ইসলাম আহত হলে স্থানীয়রা তাকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। স্থানীয়রা আরো বলেন, বাপ ছেলে দুইজন নেশা করে। বাবা মদ খায় আর ছেলে গাঁজা খায়। নিহতের ছেলে সবসময় নেশাগ্রস্ত থাকে। বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন যায়গায় তদবির চলছে বলে ও জানান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে ছেলে নাসিম পলাতক আছেন।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁর বদলগাছী,টাকা নিয়ে দ্বন্দ্ব,ছেলের আঘাতে বাবার মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close