নিজস্ব প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০২৪

ঢাকা ছাড়লেন মেদিনীপুর দরবার শরীফের হুজুরপাক সৈয়দ ইয়াসুব

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদান শীন হুজুরপাক হজরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরী বাগদাদী (মা.জি.আ.) ১০ দিন কর্মব্যস্ত সময় কাটিয়ে ফিরে গেলেন কোলকাতায়। শুক্রবার (৮ মার্চ) বেলা ২টা ৪৫ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করেন। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বিদায় জানান আনজুমানে কাদেরিয়ার সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদান শীন হুজুরপাক হজরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা.জি.আ.) এর বিশেষ আমন্ত্রণে বাগদাদ শরীফের মোতাওয়াল্লি হজরত শেখ খালিদ আবদুল কাদের মুনসুর আল গিলানী (র.) বাংলাদেশ সফরে আসেন। বাংলাদেশে অবস্থানকালে এই দুই বুজর্গ বরেন্য ব্যক্তিকে ঢাকার কল্যানপুর খানকাপাকে সংবর্ধনা দেওয়া হয়।

সেখানে তারা জুমার নামাজ আদায় করেন। রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবস্থিত মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শন করেন। সেখানে তাদেরকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। বাগদাদ শরীফের মোতাওয়াল্লি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং আনজুমানে কাদেরিয়া বাংলাদেশের আয়োজনে নৈশভোজে যোগ দেন। বাংলাদেশে অবস্থানকালে তারা ভক্ত ও আশেকানদের আপ্যায়নে মুগ্ধ হন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুজুরপাক সৈয়দ ইয়াসুব,মেদিনীপুর দরবার শরীফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close