জাবি প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০২৪

জাবিতে ৭ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: প্রতিদিনের সংবাদ

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বৃৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সভাপতি ফারহানা তাবাস্সুম, সহযোগী অধ্যাপক এম. এম ময়েজউদ্দীন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ, জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজের প্রভাষক মো. মাসুদুর রহমান প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালীর জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এই দিন উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন একটি চমৎকার অনুষ্ঠান। এর মাধ্যমে শিশু কিশোরদের চিন্তার ও বিশ্বাসের বিভিন্ন দিক বিকশিত হবে। স্বাধীনতার যে মন্ত্র বঙ্গবন্ধু দিয়ে গেছেন অভিভাবকরা সেটা তাদের শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দেবেন বলে উপ-উপাচার্য আশা প্রকাশ করেন।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি),ঐতিহাসিক ৭ মার্চ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close