নাটোর প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০২৪

নাটোরে বীর মুক্তিযোদ্ধা ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিদিনের সংবাদ

নাটোরে বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মোল্লার ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানরা। গতকাল বৃহস্পতিবার শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা জানায়, গত বুধবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার লোচনগড় এলাকায় জমি বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত মুক্তিযোদ্ধা মকসেদ আলীকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় পরিবারের লোকজন মকসেদ আলীকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে হাসপাতালে পাঠায়। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।

এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম নাটোর জেলা শাখার সভাপতি রাজিব হাসান শাপলা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু সহ অনেকে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close