হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

হরিণাকুণ্ডুতে পুড়ল টাকাসহ বসতঘর 

ছবি: প্রতিদিনের সংবাদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে নফদার আলী নামে এক দিনমজুরের টাকাসহ বসতঘর পুড়ে যাওয়া খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ওই পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে নগদ টাকা, টেলিভিশন, খাট, চেয়ার-টেবিল ও কাপড়-চোপড় পুড়ে গেছে।

হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্রে গতকাল মঙ্গলবার জানা গেছে, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের এ ঘটনায় ১ লাখ ২৫ হাজার টাকায় ক্ষতি দেখিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে জিডি করেছে ওই পরিবার।

নফদার আলীর স্ত্রী বলেন, শর্টসার্কিট থেকে টিভিতে আগুন লাগলে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। স্বামীর হাত-মুখ, গলা পুড়ে গেছে বলেও জানান তিনি।

জানা যায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ১১ সদস্যের ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তঅ মাসুদ আলী।

নফদার আলীর ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জোড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম। তিনি ভুক্তভোগীদের চাল-কাপড়চোপড়সহ নগদ টাকা দেন। এছাড়া ঘর নির্মাণের উপকরণ টিন দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,হরিণাকুণ্ডু,আগুন,পুড়ল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close