লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

নড়াইলের লোহাগড়া

জাপান-বাংলাদেশ নার্সিং কলেজ নির্মাণ কাজের উদ্বোধন 

লোহাগড়ায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন।-প্রতিদিনের সংবাদ

নড়াইলের লোহাগড়ার রামপুর-দাসেরডাঙ্গা এলাকায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি এ উদ্বোধন করেন। এ উপলক্ষে গত রবিবার সকাল ১০ টায় লোহাগড়া শহরের রামপুর দাসেরডাঙ্গা এলাকায় মতবিনিময় সভা হয়।

জানা গেছে, লোহাগড়া উপজেলার রামপুর-দাসেরডাঙ্গা এলাকায় এক একর ১১ শতক জমির ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট এই নার্সিং কলেজ নির্মাণ করা হবে। ২০২৫ সালে ৪ বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাপান রাষ্ট্রদূত আইওমা কিমিনরি। আরো বক্তব্য দেন জাপানের ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, থানার ওসি কাঞ্চন রায়, প্রকৌশলী ফাহমিদা সুলতানা সহ প্রমুখ।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নড়াইলের লোহাগড়া,জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close