গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

‘রংপুর ইপিজেড’ বাস্তায়নের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।-প্রতিদিনের সংবাদ

প্রধানমন্ত্রী ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার থানা চারমাথা মোড়ে এ মানববন্ধন হয়।

গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ব্যাচ অব ২০১৭-এর আয়োজনে রংপুর ইপিজেডের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ক্যাপ্টেন ফাহিম মোরশেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, কাউন্সিলর শাহিন আকন্দ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবু তাহের, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, নুর হাসান কাজী প্রমুখ।

বক্তারা অবিলম্বে রংপুর ইপিজেডের অবকাঠামো নির্মাণসহ যাবতীয় কার্যক্রম শুরুর দাবি জানান।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,গোবিন্দগঞ্জ,ইপিজেড,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close