সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে ৯ দিনব্যাপী বইমেলা

ছবি: প্রতিদিনের সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বইমেলা। গতকাল শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। নব জাগরণ ক্লাবের উদ্যোগে চতুর্থবারের মতো এ বইমেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নবজাগরণ ক্লাবের সভাপতি এসএম রিয়াদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকার, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কে এম আহসান হাবীব আসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি আমিনুল ইসলাম সিহাব, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক রিপন হাসান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা আরো জানান, বইমেলায় ৩০টি স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য নাগর দোলা, নৌকা ও ট্রেন রাইডের ব্যবস্থা করা হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বইমেলা,শুরু,মাতৃভাষা দিবস,শহীদ দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close