বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

বাবুগঞ্জে ২৫০ কেজি জাটকা জব্দ, আটক ও জরিমানা

ছবি: প্রতিদিনের সংবাদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুন চর জাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় মুহিন ফকির নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও র‌্যাব-৮ এর যৌথভাবে অভিযান চালানো হয় বলে জানান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

বাবুগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ জাটকা বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে গাড়িতে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে জাটকা গুলো জব্দ করা হয়। পরে জাটকাগুলো এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া আটক ব্যাক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য ও রক্ষা সরক্ষন আইন ১৯৫০ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরিশাল,বাবুগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close