দিনাজপুর প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

‘শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ’

ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও দিনাজপুর মিউন্সিপ্যাল হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু তৈয়ব আলী দুলাল বলেছেন, শিক্ষার বিকল্প শিক্ষাই। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে দেশ এগিয়ে চলছে। তোমাদেরও স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ও সর্বক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়াশোনা করতে হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিনাজপুর মিউন্সিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) এর মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক দোয়া এবং মিলাদ মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম এর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক মো. শাহ আলম এর সঞ্চালনায় সংবর্ধনায় বক্তব্য দেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. ওয়াহেদুর রহমান, সহকারী শিক্ষক মো. আক্তারুল ইসলাম রাঙ্গাসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close