আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

অগ্নি দগ্ধসহ ১৮ পরিবারের দায়িত্ব নিলেন সাবেক ভূমি মন্ত্রী জাবেদ

ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে দগ্ধদের চিকিৎসাসহ ১৮ পরিবারের দায়িত্ব নিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর পরোয়াপাড়া এলাকার বড় হুজুরের বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর পরিদর্শন ও পরিবার গুলোর সঙ্গে দেখা করে তিনি এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ওসি সোহেল আহমদ, স্থানীয় চেয়ারম্যান আমিন শরীফ, সাবেক চেয়ারম্যান জানে আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, ইউনিয়ন দলীয় সাধারণ সম্পাদ নুরুল আজিজ চৌধুরী, ইউপি সদস্য মওলানা ইসহাক, প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, অগ্নিকাণ্ডের এমন ঘটনা কারো কাম্য নয়, ক্ষতিগ্রস্থদের দেখে আমি মর্মাহত, আমি অগ্নি দগ্ধদের চিকিৎসার সম্পন্ন দায়িত্ব নিলাম।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রামের আনোয়ারা,সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close