পঞ্চগড় প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু 

ছবি: প্রতীকী

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় সেতুর পাশে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মাগুরা প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) মোহাম্মদ হারুন অর রশিদ মৃধা বলেন, শুনেছি তিনি মানসিক ভারসাম্যহীন। ট্রেন থামানোর জন্য গিয়ে নিজেই ট্রেনের নিচে কাটা পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু বুদ্ধি প্রতিবন্ধী। বৃহস্পতিবার সকালে রেল লাইনের আশপাশে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে আসা আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেসের সামনে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। ট্রেনটি হুইসেল বাজালেও সরে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পঞ্চগড়,ট্রেন,কাটা,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close