বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা 

ছবি: প্রতিদিনের সংবাদ

নওগাঁর বদলগাছী উপজেলার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াইশ শিক্ষার্থীকে যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন বদলগাছীর বীর মুক্তিযোদ্ধারা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে শিক্ষার্থীদের বীরত্বগাথা শোনানো হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদের সঞ্চালনায় নওগাঁর উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. জহুরুল ইসলাম রোহেল।

এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম সোহাগ, উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বীরমুক্তিযোদ্ধারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,বদলগাছী,মুক্তিযোদ্ধা,বীরত্বগাথা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close