মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

মোংলায় স্বামীর সম্পত্তি না পাওয়ায় সন্তান নিয়ে স্ত্রীর প্রতিবাদ 

ছবি: প্রতিদিনের সংবাদ

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে স্বামীর মৃত্যুর পর সম্পত্তি থেকে বঞ্চিত ও তাদের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করেছে প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তান।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোংলা উপজেলা পরিষদ চত্বরে প্রধান ফটকের সামনে সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের পরিবারের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান তারা।

শাহানাজ বেগম বলেন, আমার স্বামীর জায়গা জমি থাকা সত্ত্বেও মেয়েকে নিয়ে রাস্তায় বসে গেছি। আমি এখন অসহায় হয়ে পড়েছি। আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, যেন মেয়ের ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারি। এ সময় প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তানসহ অনেক পাওনাদার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পুত্রবধূ শাহানাজ বেগমের শশুর মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকির বলেন, মিঠুর নামের সম্পত্তি আইননুসারে তাদের দেওয়া হবে এবং মিঠুর মেয়ে ১৮ বছরের হলে তাকেও তার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাট,মোংলা,স্বামী,স্ত্রী,সন্তান,সম্পত্তি,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close