মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

সংঘর্ষে যুবক নিহত 

মাধবপুরে ইউপি চেয়ারম্যানসহ আটক ১০

ছবি: প্রতীকী

হবিগঞ্জের মাধবপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পাভেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ওই এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এর আগে, দফায় দফায় সংষর্ষের ঘটনায় পাভেলের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মাতবর মিয়ার ছেলে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এছাড়া, হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হযেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,মাধবপুর,জমি-সংক্রান্ত,বিরোধ,সংঘর্ষ,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close