কুবি প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

পূর্ব ঘটনার জের 

কুবি শিক্ষার্থীকে মারধর স্থানীয় যুবকদের 

ছবি: প্রতিদিনের সংবাদ

পূর্ব ঘটনার জের ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতকাল শনিবার রাতে কোটবাড়ির বোর্ড মার্কেট-সংলগ্ন দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটবাড়ী বোর্ড মার্কেট সংলগ্ন মামুন স্টোর নামক একটি দোকানের সামনে কয়েকজন স্থানীয় ছেলে বসে ছিল। তখন বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তার নিজ কক্ষে অবস্থান করছেন।

জানতে চাইলে ভুক্তভোগী ওবায়দুল্লাহ বলেন, ফোন দিয়ে ১০-১২ জনকে ডেকে নিয়ে তারা আমাদের মারধর করেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত আছি। পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে।’ কোটবাড়ি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসএম আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্তাধীন।’

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুবি,শিক্ষার্থী,মারধর,স্থানীয় বাসিন্দা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close