হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

হাতিয়ায় অভিযানে ৪২০ মণ জাটকা জব্দ

ছবি: প্রতিদিনের সংবাদ

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৪২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে বিসিজি দক্ষিণ জোন এ অভিযান চালায়।

জব্দ জাটকা শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয় এবং আটক শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার ও গোয়েন্দা কর্মকর্তা।

বিসিজি হাতিয়া স্টেশন কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার তীরবর্তী হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালিয়ে ৪২০ মণ জাটকাসহ বিসমিল্লাহ নামের একটি কার্গোবোট জব্দ করা হয়। এ সময় ১৬ জন শ্রমিককেও আটক করা হয় বলেও জানান তিনি।

জানা যায়, আটক ১৬ শ্রমিকের একজন রাশেদের (৩৮) বাড়ি হাতিয়ায়, অন্যজনের বাড়ি দৌলত খাঁ এলাকায় এবং বাকিদের বাড়ি মনপুরায়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী,হাতিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close