সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২৪

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে গ্যাস ব্যবসা, জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে কাভার্ডভ্যানে সিএনজির গ্যাসবিক্রির অভিযোগে জরিমানা। -প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের সাতকানিযায় কাভার্ডভ্যানে করে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস বিক্রয়কালে এক গ্যাস বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলো উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোক্তার আহমদ (৪৭)।

গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া উপজেলার দেওদিঘী বাজার এলাকায় এ অভিযান হয়। সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কার্ভাড ভ্যানে করে সিএনজি সরাসরি ঝূকিঁপূর্ণ ভাবে অটোরিক্সাতে দেওয়ার সময় মোক্তার আহমদকে হাতেনাতে পাওয়া যায়। এ সময় তাকে নগদ এক লাখ টাকা জরিমানা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমশিনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। অভিযানে সিএনজি সিলিন্ডারে গ্যাসভর্তি অবস্থায় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রামের সাতকানিযা,ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস বিক্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close