বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচি

পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মিলল দুই মেছো বাঘ

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচির একটি গ্রামের পরিত্যাক্ত এক সেফটিক ট্যাংকি থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার তামাই ফকিরপাড়া গ্রামের একটি গভীর ট্যাংক থেকে মেছো বাঘের বাচ্চা দুটি পাওয়া যায়। পরে বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে অবস্থিত সিরাজগঞ্জ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস। এর আগে সোমবার বাচ্চাদুটি উদ্ধার করেন তিনি। এতে সহযোগিতা করেন বন বিভাগের কর্মীরা।

মামুন বিশ্বাস বলেন, প্রাণী দুটিকে মূলত ‘মেছো বিড়াল’ বলা হয়। তবে সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত।

বেলকুচি উপজেলা বনবিভাগের ফরেস্টার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা ৯৯৯-এ কলদিয়ে মেছো বাঘের বিষয়টি আমাদের জানায়। পরে মামুন বিশ্বাসকে বললে তার লোকজন নিয়ে প্রাণী দুটি উদ্ধার করেন। এরপর মেছো বাঘ দুটি আমাদের কাছে হস্তান্তÍর করলে ইকো পার্কে অবমুক্ত করা হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বেলকুচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close