সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

গাইবান্ধা-১ আসন

সুন্দরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাগরের জয়

স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল্লাহ্ নাহিদ নিগার সাগর (ঢেঁকি)। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল্লাহ্ নাহিদ নিগার সাগর (ঢেঁকি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেমিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ১১৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটাররা ভোট দিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯২। সর্বমোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৪। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৩ হাজার ৯৫১, নারী ১ লাখ ৯৯ হাজার ৯২ ও তৃতীয় লিঙ্গ ১ জন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,সুন্দরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close